• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মার্চ ২০২৪, ২১:২৭
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ ব্যবধানে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই দুই দলের জন্য অঘোষিত ফাইনাল। প্রথমবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে বিকেল তিনটায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কারণ, এর আগে যতগুলো সিরিজ হয়েছে দুই অথবা এক ম্যাচের। ২০১৩ সালে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

২০১৪ সালে বাংলাদেশের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ রান এবং ৩ উইকেটে যথাক্রমে দুটি ম্যাচে জয় পায় লঙ্কানরা। ২০১৮ সালে আবারও ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেয় বাংলাদেশ। ৬ উইকেট এবং ৭৫ রানে সিরিজের ওই দুই ম্যাচেও হেরে যায় টাইগাররা।

তবে সময়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে রং পরিবর্তন করেছে বাংলাদেশ। ২০২২ সাল থেকে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি টাইগাররা। সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে কঠিন লড়াই হবে বোঝায় যায়। সব মিলিয়ে এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরি আ’তে ইতিহাস, প্রথমবার এক ম্যাচে সব নারী রেফারি
দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড
প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে মাসফিয়ার ইতিহাস
ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী মেসি
X
Fresh