• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

হ্যারি কেইনের জোড়া গোলে কোয়ার্টারে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ১১:২২
হ্যারি কেইন
ছবি-সংগৃহীত

চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সুতোয় ঝুলে ছিল বায়ার্ন মিউনিখের ভাগ্য। তবে সব শঙ্কা উড়িয়ে দারুণ প্রত্যাবর্তনে শেষ আটে জায়গা করে নিয়েছে বাভারিয়ানরা।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। জার্মান জায়ান্টদের স্বপ্ন বাঁচিয়েছেন হ্যারি কেইন।

দলের স্বপ্ন জিইয়ে রাখার দিনে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। টমাস মুলারের পা থেকে এসেছে অন্য গোলটি।

এর আগে, লাৎসিও’র বিপক্ষে প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন থমকে গিয়েছিল বায়ার্নের। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ গোল ব্যবধান এগিয়ে শেষ আটে উঠেছে বাভারিয়ানরা। এতে বিদায় নিলো লাৎসিও।

ম্যাচজুড়ে রক্ষণাত্মক কৌশলের আশ্রয় নেয় ইতালিয়ান ক্লাব লাৎসিও। যে কারণে ঘরের মাঠে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় টমাস টুখেলের শিষ্যদের। অ্যালিয়েঞ্জ এরিনায় ম্যাচের ৩৮তম মিনিটে স্বস্তির নিশ্বাস ফেলে স্বাগতিকরা। গোল করে দলকে লিড এনে দেন কেইন।

এর মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন।

এই গোলের রেশ না কাটতেই প্রথমার্ধের ইনজুরি টাইমে লিড দ্বিগুণ করেন মুলার। দুর্দান্ত এক হেডে লাৎসিওর জালে বল জড়ান জার্মান এই স্ট্রাইকার।

বিরতি থেকে ফিরে নিজের জোড়া পূরণ করেন কেইন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে এটি কেইনের ৩৩তম গোল। আর টুর্নামেন্টের ৬ নম্বর গোল। কেইনের সমান সর্বোচ্চ ছয়টি গোলের মালিক এমবাপ্পেও।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
বায়ার্নকে টপকে ১২০ বছরের আক্ষেপ ঘুচালো লেভারকুসেন
টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
নাপোলিকে কাঁদিয়ে কোয়ার্টারে বার্সা
X
Fresh