• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে যাদের ফেভারিট বললেন কোচ সিলভারউড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২৪, ১৮:০৭
সিলভারউড
ছবি-সংগৃহীত

বিপিএল শেষ না হতেই টাইগারদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে নিজেদেরকেই ফেভারিট মনে করছেন লঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড।

রোববার (৩ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন লঙ্কান কোচ। তিনি বলেন, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।

দুই দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে তিনি বলেন, প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।

এই সিরিজে ফেভারিট কে এমন প্রশ্নের জবাবে সিলভারউড বলেন, আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’

নিজের দল নিয়ে এই কোচ আরও বলেন, আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতোই খেলতে চাই।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন কোচ ক্যাবরেরা
বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান
বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
‘বোলারদের কেউ বাঁচান প্লিজ’
X
Fresh