• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২
শ্রীলঙ্কা
ছবি-সংগৃহীত

রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। এরপরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে লঙ্কানরা।

বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে মেন্ডিস-সিলভারা। এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ফরম্যাটের সিরিজের প্রথমেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।

চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
এইচএসসি পাসেই পেট্রোলিয়াম করপোরেশনে চাকরি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
X
Fresh