• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘আমি মনে করেছিলাম রাসেল ম্যাচ বের করে দিবে’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০২
লিটন কুমার দাস
ছবি-সংগৃহীত

চলমান বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে রংপুরের সঙ্গে লড়াই করেছে কুমিল্লা। নিজেদের দশম ম্যাচে সিলেটের কাছে ১২ রানে হেরেছে লিটন-হৃদয়রা। এই ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলেও দলকে জিতাতে পারেননি লিটন। ম্যাচ শেষে হারের কারণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস। ম্যাচের শেষ সময়ে পিচে ছিলেন রাসেল ও লিটন। তারপরও ম্যাচ হেরে যায় তারা। এ নিয়ে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল রাসেল ঐ ওভারে ম্যাচ কভার করে দিবে। হয় নাই! সব কিছু কি আপনি চাইলেও সব কিছু করতে পারবেন না।

তিনি বলেন, আমি যদি আউট হয়ে যেতাম হতেও তো পারত। হারলে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে। অধিনায়ক হিসেবে আমি ঐ সময় বিশ্বাস করেছি আমার প্লেয়ার আমাকে ম্যাচ জেতাবে। পারেনি, পরের ম্যাচ জেতাবে। উইকেট একটু স্লো ছিল । আর গ্রিপ করছিল বিশেষ করে যারা বাঁহাতি তাদের খেলা ডানহাতি ব্যাটারের জন্য কঠিন ছিল।’

এই ম্যাচের আগে অনুশীলন করতে মাথায় আঘাত পায় মোস্তাফিজ। তাই এই ম্যাচে টাইগার পেসারের অভাবে ম্যাচ হেরেছেন কিনা এমন প্রশ্ন যায় লিটনের কাছে। জবাবে তিনি বলেন, হারের কারণ কেন হবে। আমাদের কী একাদশে আর কোনো খেলোয়াড় নেই?

‘তবে একজন বাঁহাতি পেসার থাকলে হলে ভালো হতো। এটা নিয়ে বলে লাভ নেই। মোস্তাফিজেরও তো খারাপ দিন গিয়েছে। এই উইকেটেই গিয়েছে। তখন কী উত্তর দিতাম। আমার কাছে মনে হয় আমরা ১২ থেকে ১৬ ওভার স্পিন বোলিং খুব জঘন্য করেছি।’

দলের বোলিং লাইন নিয়ে লিটন আরও বলেন, আমরা খারাপ বল করেছি। দুজন নতুন ব্যাটসম্যান ছিল। আমাদের ওইখানে এভাবে রান দেওয়াটা উচিত হয়নি। যেহেতু আমাদের স্পিনাররা ভালো বোলিং করেনি, ওই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি। আমি আগেও বললাম, এটা ১৮০ রানের উইকেট নয়। ১৬০-১৬৫ রান হলে সহজ হতো। ’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
X
Fresh