• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি করলেন সোহান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫
নুরুল হাসান সোহান
ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শীর্ষে রয়েছে রংপুর। দলটিতে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। সাধারণত দেখা যায় নিজ দলের খেলোয়াড়দের আগলে রাখেন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। তবে এবারে রংপুর অধিনায়কের উপর বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি করার অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের র‍্যাডিসন হোটেলে উঠেছে বিপিএলের পাঁচটি দল– কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফ্র্যাঞ্চাইজিদের উপস্থিতিতে সবসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে হোটেলের লবিতে। ফ্লোরে, ডাইনিং হলে সবখানেই দেখা হয় খেলোয়াড়দের।

সুন্দর পরিবেশের মধ্যেও ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান এক ক্রিকেটারের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামান্য ঘটনা থেকে শুরু। এরপর কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান দু’জনে। ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।

জানা গেছে, চট্টগ্রামে কুমিল্লার উইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে সোহানের বিবাদের সূত্রপাত রুম নিয়ে। কুমিল্লার বিদেশি ক্রিকেটারের বরাদ্দকৃত রুমে ভুল করে ঢুকে পড়েন সোহান। নিজের রুম মনে করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন। যে কোনো কারণে একজনের কথা অন্যজনের পছন্দ হয়নি।

এক পর্যায়ে দু’জনে তর্কে জড়িয়ে পড়েন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত একজন। উত্তেজনা বেড়ে যাওয়ায় একে অন্যকে ধাক্কা দেন। এ তথ্য নিরাপত্তা গোয়েন্দাদের কাছে পৌঁছে যেতে দেরি হয়নি।
গোয়েন্দাদের একজন বলেন, খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।

এই ঘটনার সত্যতা নিশ্চিত হতে রংপুর রাইডার্সের লজিস্টিক ম্যানেজার রনির সঙ্গে যোগাযোগ করে আরটিভি। তিনি বলেন, আমি এই ঘটনার কিছু জানি না। টিমের অন্য কারও কাছে থেকে কিছু শুনেছেন কি না এমন প্রশ্ন করলে ফোন কেটে দেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু
নীলক্ষেতে খাবার হোটেলে আগুন
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
যে রেস্টুরেন্টে দুপুর হলেই নামে বৃষ্টি, তীব্র গরমে মেলে স্বস্তি
X
Fresh