• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন জাভি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ১৩:০৪
জাভি হার্নাদেস
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। তাই গুঞ্জন শুরু হয়েছিল যেকোনো সময় চাকরি হারাতে পারেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। তবে গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার আগেই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছেন জাভি হার্নান্দেস।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে কাতালানরা। হারের পর সংবাদ সম্মেলনে এসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন জাভি।

জাভি বলেন, আমি এই ক্লাবেরই খেলোয়াড়, এমনকি নিজের চেয়ে ক্লাবকে বেশি প্রাধান্য দিয়েছি। আমার যা কিছু ছিল, সবকিছুই দিয়েছি এই ক্লাবকে এবং ভক্তদের গর্ব করে তুলতে আমি এটা বজায় রাখব। আমি মনে করি ক্লাবের গতিশীল পরিবর্তন প্রয়োজন। খেলোয়াড়দের ভালোর জন্য আমি বিশ্বাস করি, তারা আরও নিজেদের স্বাধীন করতে পারবে। আমরা প্রচুর দুশ্চিন্তা নিয়ে খেলি।

তিনি বলেন, পরিচালনা পরিষদের ভালোর জন্য আমার চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। আমি মনে করি, আমি সঠিক কাজটাই করছি। বার্সেলোনায় আপনার সবসময়ই মনে হবে আপনাকে মূল্য দিচ্ছে না, বাজে ব্যবহার করা হচ্ছে- ক্লাব এভাবেই চলে। মানসিক দিক থেকে এর সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। আমি একজন ইতিবাচক মানুষ, কিন্তু আমার ব্যাটারি লেভেল ফুরিয়ে যাচ্ছে এবং একটা সময়ে বুঝতে পেরেছি যে, এখানে থাকার কোনো মানে নেই।

তিনি আরও বলেন, চ্যাম্পিয়নস লিগ জিতে গেলেও আমি সিদ্ধান্ত বদল করব না। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। খেলোয়াড়রা অবশেষে নিজেদের মুক্ত বোধ করবে। আমি অর্থের দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিইনি। আমার হৃদয় বলছে, ক্লাবের জন্য এটাই ভালো হবে। আমি সমস্যা না, সমাধান হতে চাই। জুন পর্যন্ত এরকম থাকতে চাই।

গত ২০২১-২২ মৌসুমের মাঝখানে কাতারি ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে বার্সায় আসেন। সেবার অবশ্য তেমন কিছু করতে পারেননি। তবে পরের মৌসুমেই তার অধীনে লিগ শিরোপার স্বাদ পায় বার্সা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন কোচ ক্যাবরেরা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের
সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
X
Fresh