• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেহরার বিদায়ী ম্যাচে বিতর্কিত কোহলি

স্পোর্টস ডেস্ক

  ০২ নভেম্বর ২০১৭, ২১:১৪

আশিস নেহরার বিদায়ী ম্যাচে ভারতের জয় ছাপিয়ে উঠে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। কারণ কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ডাগ আউটে বসে ওয়াকিটকিতে কথা বলেছেন তিনি। এটি বার বার দেখানো হয় টেলিভিশনের পর্দায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও সময় লাগেনি।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, খেলার সময় কথা বলার যন্ত্র ব্যবহার করে আইসিসির নিয়ম ভঙ্গ করেছেন ভারতীয় অধিনায়ক। এতে তার শাস্তি হতে পারে।

তবে জানা গেছে, এই ডিভাইস ব্যবহার করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) এন্টি করাপশন ইউনিটের অনুমতি নেন কোহলি। পরে আইসিসিও এই ব্যাপারে ‘ক্লিনচিট’ দেয়।

বিসিসিআই জানিয়েছে, ড্রেসিংরুমে বসে থাকা দলের ক্রিকেটারদের সঙ্গেই ওয়াকিটকিতে কথা বলেন কোহলি। এতে কোনো দোষ দেখছে না আইসিসি।

আইসিসির কছেও এটা কোনো ইস্যু নয়। এখনো এ বিষয়ে তারা কোনো বিবৃতি দেয়নি।

আইসিসির আইন ৪.৩.১ এ বলা হয়েছে, অল্প দূরত্বে ওয়াকিটকি ব্যবহার করা যেতে পারে। যাতে ডাগ আউট ও ড্রেসিংরুমের মধ্যে যোগাযোগ রাখা যায়। এর মধ্যে মেডিক্যাল কারণ থাকতে পারে। এছাড়া ট্যাকটিক্যাল সিদ্ধান্তের দরকার হতে পারে। এসবের মাঝে যাতে কোনো তৃতীয় ব্যক্তিকে ব্যবহার করতে না হয়, সেজন্যই এই নিয়ম।

এএ/কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
অনিশ্চয়তায় কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ!
X
Fresh