• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএলের টিকিট বিক্রির ভুল খবরে ব্যাংকে ভিড়

সিলেট প্রতিনিধি

  ৩০ অক্টোবর ২০১৭, ১৮:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির ভুল খবরে লেনদেন শুরু হওয়ার আগেই ব্যাংকের সামনে ভিড় করেন অসংখ্য মানুষ। লেনদেন শুরু হওয়ার পরও টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। দিতে থাকেন স্লোগান। সাময়িক বিঘ্ন ঘটে লেনদেনেও।

সোমবার সকালে এ ঘটনা ঘটেছে সিলেট নগরীর শাহজালাল উপশহরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

টিকিট কিনতে আসা ব্যক্তিরা জানান, একটি দৈনিক পত্রিকা এবং একটি স্পোর্টস পোর্টালের খবর দেখে তারা টিকিট কিনতে এসেছেন। তারা খবরের স্কিনশটও দেখান।

টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জোনাল হেড আমিনুল হক চৌধুরী বলেন, বিপিএলের টিকিট বিক্রির নির্দেশনা এখনো আমরা পাইনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, সিলেটের একটি স্থানীয় পত্রিকা ভুল খবর প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করেছে। মূলত ৩১ অক্টোবর থেকেই বিপিএলের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে, ৩০ তারিখ নয়।

বিপিএলের এবারের আসর শুরু হবে ৪ নভেম্বর। প্রথমবারের মতো সিলেটে শুরু হতে যাচ্ছে বিপিএল। এ নিয়ে সিলেটে এখন উৎসবের আমেজ।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘দেশের ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার পায় না’
১ মাসে ইসলামী ব্যাংকগুলোর সম্পদ কমেছে ১৩ হাজার কোটি টাকা
নারী আম্পায়ারে আপত্তি, আসলে কী ঘটেছিল মোহামেডান বনাম প্রাইম ব্যাংক ম্যাচে?
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
X
Fresh