• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ডাবলিনে!

স্পোর্টস ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৪:২০

টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে আয়ারল্যান্ডের। ২০১৮ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলবে আইরিশরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

অস্ট্রেলিয়া ভিত্তিক ক্রিকেট সংস্থা ক্রিকেট ডট কম ডট এইউ’কে আইসিসি’র এক মুখপাত্র জানান, ঐতিহাসিক এ ম্যাচটি আয়ারল্যান্ডের ডাবলিনে হবার কথা রয়েছে।

তিনি জানান, এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে এ ম্যাচটি হতে পারে। চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আইসিসি’র সভায় এ সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বুধবার আইসিসি’র বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পরবর্তী ‘লাল বল’ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে হবে বলে ২০১৮ সালের প্রথমার্ধে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান দল ইংল্যান্ড সফর করবে। এ সময় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে।

গেলো জুনে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকেও টেস্ট মর্যাদা দেয় আইসিসি। এপ্রিলে আয়ারল্যান্ডের তাপমাত্রা থাকে আট ডিগ্রি সেলসিয়াস তাই ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো আয়ারল্যান্ড হোম কন্ডিশনে নিশ্চিতভাবেই অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাটিতে মঙ্গলবার শেষ হওয়া দুই টেস্ট সিরিজে পাকিস্তান দল শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। এই পরাজয়ে টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে এসেছে পাকিস্তান।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান
পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘জ্বীন টু’
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
X
Fresh