• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাদালের ‘নাগালে’ সুপার সিক্সটিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫২

মধুর প্রতিশোধ নিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার ২৪তম বছাই হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট ৪-৬ গেমে জিতে নেন পোত্রো। তবে দ্বিতীয় সেটেই দারণভাবে ঘুরে দাঁড়ান নাদাল। জেতেন ৬-০ গেমে। ৬-৩ ও ৬-২ গেমে পরের দুই সেট নিজের করে নেন স্প্যানিশ সুপারস্টার।

এ জয়ে ১৬তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা (সুপার সিক্সটিন) জয়ের শেষ ধাপে পৌঁছেছেন নাদাল। এ কোর্টেই ২০০৯ আসরের সেমিতে পোত্রোর কাছে হেরে যান ৩১ বছরের স্প্যানিশ তারকা। সেই হারের প্রতিশোধ নিতে তার সময় লাগলো ৮ বছর!

ইউএস ওপেনের তৃতীয় শিরোপা ছিনিয়ে নিতে নাদালের সামনে শেষ বাধা এখন ৩২তম র‌্যাংকিংধারী কেভিন অ্যান্ডারসন। ৫২ বছরের মধ্যে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন ৩১ বছরের তারকা।

এখন সবার মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রোববার ফাইনালে নাদালের ‘মিশন সুইট সিক্সটিন’ ঠেকাতে পারবেন তো অ্যান্ডারসন?

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!
অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল
X
Fresh