• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

দুই যুগের বিনোদন শেষে থামলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৮
অবসরের ঘোষণা ফেদেরার
রজার ফেদেরার

কিংবদন্তিদেরও থামতে হয়, তাই তো দুই যুগ ধরে দর্শকদের বিনোদন দেওয়া শেষে থামলেন টেনিসের রাজা রজার ফেদেরার। প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নিলেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফেদেরার নিজেই। আধুনিক টেনিসের ইতিহাসে প্রথম মহাতারকা তিনিই। প্রথম টেনিস তারকা হিসেবে আধুনিক যুগে ২০টি গ্র‍্যান্ডস্লাম জেতা খেলোয়াড়ও। টেনিসের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে টানা ৩১০ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কিংবদন্তি ফেদেরারই।

২০০৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ১৮ আগস্ট পর্যন্ত ছিলেন বিশ্বের সেরা টেনিস তারকা হিসেবে। যে রেকর্ড ভেঙেছিলেন তারই পথে হাঁটা নোভাক জোকোভিচ। ছোট ভাই নাদালের কাছেও হারিয়েছেন গ্র‍্যান্ডস্লামের রেকর্ড।

নিজের অবসর নিয়ে ভিডিওবার্তায় ফেদেরার বলেন, ‘আপনাদের অনেকেই জানেন, শেষ তিন বছর আমি অস্ত্রোপচার করে চোট সঙ্গী নিয়ে খেলতে নেমেছি। প্রতিযোগিতামূলক খেলায় ফেরার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমি আমার শরীরের সক্ষমতা সম্পর্কে জানি এবং এটি আমাকে যে বার্তা দিচ্ছে সেটি আমি বুঝতে পারছি।’

তিনি বলেন, ‘আমার বয়স এখন ৪১ বছর হয়ে গেছে। আমি ১৫ শতাধিক ম্যাচ খেলেছি গত ২৪ বছর ধরে। টেনিস আমাকে আমার স্বপ্নের চেয়েও বেশি দিয়েছে উদার হস্তে। কিন্তু আমি জানি এখন আমাকে থামতে হবেই। এটা আমি মেনে নিচ্ছি। আসন্ন লেভার কাপ দিয়ে শেষবারের মতো এটিপি টুর্নামেন্ট খেলতে মাঠে নামব। আমি সামনে হয়তো টেনিস খেলব, তবে সেটি গ্র‍্যান্ড স্লাম কিংবা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন
টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh