• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ছবি-সংগৃহীত

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩০ বছর বয়স ভিত্তিক ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইটিএফ মেনস ফিচার, ডেভিস কাপ, জুনিয়র ডেভিস কাপ, আইটিএফ অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১২ ইত্যাদি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হলেও ৩০ বছরের খেলোয়াড়দের নিয়ে প্রথমবারে আয়োজন করা হচ্ছে এই আসর।

আগামী ২৬ ফেব্রুয়ারি রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। পহেলা মার্চ ফাইনাল নিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি। রোববার (২৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ টেনিস ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মো: মোতাহার হোসেন (সাজু), সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, নির্বাহী সদস্য জনাব আ.ম. আখতারুজ্জামান (মুকুল), মিসেস শিরিন আক্তার চৌধুরী, টুর্নামেন্ট ডিরেক্টর ভারতের জনাব বরুন প্রাসাদ লালা ও ভারতের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী ‘স্পোর্টসকেডিয়া’ এর পরিচালক জনাব আশিষ সেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, বিশ্বব্যাপী টেনিসের জনপ্রিয়তা বৃদ্ধিসহ টেনিসকে আরও বেশী প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ৩০+ বয়সের খেলোয়াড়দের সমন্বয়ে আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা পরিচালনা করে থাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এর নিবন্ধন সম্পন্ন করে আইপিন অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আইডেনটিফিকেশন নাম্বার এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে প্রতিযোগিতার জন্য এন্ট্রি প্রেরণ করতে হয়।

স্বাগতিক বাংলাদেশসহ ভারত, কোরিয়া, আমেরিকা ও সুইডেন হতে ১১২ খেলোয়াড় এন্ট্রি প্রেরণ করেছে। প্রতিযোগিতায় ৩০+, ৩৫+, ৪০+, ৪৫+, ৫০+, ৫৫+, ৬০+, ৬৫+, ৭০+ ও ৭৫+ এর পুরুষ একক ও পুরুষ দ্বৈত ইভেন্ট অন্তর্ভূক্ত থাকবে।

আগামী ২৬ ফেব্রুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
জায়েদ খানের ডিগবাজি নিয়ে প্রতিযোগিতা
X
Fresh