• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রক্তাক্ত নাদালের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৩
রক্তাক্ত নাদালের জয়
ছবি- সংগৃহীত

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় দুর্ঘটনার শিকার হন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। নিজের র‍্যাকেটের আঘাতে নাক ফেটে রক্তপাত ঘটে নাদালের।

তবে রক্তাক্ত হয়েও শেষ পর্যন্ত ইতালির ফ্যাবিও ফগনিনিকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ এই সুপারস্টার। ইনজুরি নিয়েই ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল ইতালির ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান।

বৃহস্পতিবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন নাদাল। ম্যাচের চতুর্থ সেট চলার সময়ে একটি ফোরহ্যান্ড শট খেলতে গেলে নাদালের র‍্যাকেট কোর্টের ফ্লোরে আঘাত করে। যা ফ্লোর থেকে সরাসরি এসে নাদালের নাকে আঘাত করে।

এই সময় দ্রুত সাইডলাইনে চলে যান এই ৩৬ বছর বয়সী তারকা। তখন দেখা যায় নাক থেকে রক্ত ঝরছে নাদালের। রক্তাক্ত নাক নিয়ে শুয়ে পড়েন নাদাল। এই সময় এই টেনিস তারকার ক্ষতস্থান সেরে তুলতে মেডিকেল টাইম আউট দেওয়া হয়।

এরপর রক্ত বন্ধ করে নাকে ব্যান্ডেজ লাগিয়ে আবার খেলা শুরু করেন নাদাল এবং এই অবস্থা নিয়েও ম্যাচ জিতে নেন। তৃতীয় রাউন্ডে ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটের বিপক্ষে খেলবেন নাদাল।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন
টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh