• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

‘বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় মেসি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুলাই ২০১৭, ২১:১৯

সদ্যই লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২১ পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন তিনি। সেই সঙ্গে অতিরিক্ত এক বছর চুক্তি বাড়ানোর কথা হয়েছে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে। সেই হিসাবে কাতালান জার্সিতেই হয়তো অবসরে যাবেন ফুটবলের বরপুত্র। তবে ঠিক কি পরিমাণ অর্থে সেখানে থাকছেন মেসি তা জানা যায়নি। এরই মধ্যে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সেই ছাইচাপা আগুনই যেনো উসকে দিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। বললেন, এ মুহুর্তে বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় মেসি।

গেলো বুধবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ঘোষণা দেয়, ২০২১ সাল পর্যন্ত তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন মেসি। ৩৪ বছর পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন আর্জেন্টাইন সুপারস্টার।

আর শুক্রবার স্থানীয় দৈনিক মুন্ডো ডিপোর্তিভোকে বার্তোমেউ বলেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সেই সুবাদে ফুটবল ইতিহাসে সেরা চুক্তিটিও হয়েছে তার সঙ্গে। সেই এখন বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়। তবে কি পরিমাণ অর্থ তাকে দেয়া হবে তা এ মুহূর্তে জানাচ্ছি না।

ধারণা করা হচ্ছে, এক সপ্তাহে ৫ লাখ ব্রিটিশ পাউন্ড পাবেন ৩০ বছরের এ ফুটবলার।

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে। এর আগেই খুদে জাদুকরের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেললো কাতালান ক্লাবটি।

চুক্তির মেয়াদ বাড়ানোর আগে ফুটবল জাদুকর ছিলেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়। এ সময় তার আয় ছিল ৮০ মিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত সর্বোচ্চ আয় উপার্জনকারী খেলোয়াড়ের জরিপে এ তথ্য উঠে আসে।

সেই জরিপ অনুযায়ী, ৯৩ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে সবার ওপরে ছিলেন চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তার পরের স্থানে ছিলেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেবর্ন জেমস।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী মেসি
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh