• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইমরানকে ছাড়িয়ে গেলেন ইমাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৭, ১৪:৫৭

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ৭৮০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন ইমাদ ওয়াসিম।

বাজে পারফর্মেন্সের জন্য সাউথ আফ্রিকান লেগ স্পিনার ৭৪৪ পয়েন্টে ইমরান তাহির তিনে নেমে যাওয়ায় টপে উঠে গেছেন এই পাকিস্তানি বাঁহাতি লেগ বোলার।

গেলো জানুয়ারিতে ১ নম্বর জায়গাটা দখলে নিয়েছিলেন তাহির। সব শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে তার দল।

সিরিজে মোট ৭ ওভারে ৭৫ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। ৭৬৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

র‌্যাংকিংয়ে চার নম্বরে যৌথভাবে আছেন আফগান তরুণ স্পিনার রশিদ খান ও উইন্ডিজের স্যামুয়েল বদ্রি। তাদের দু’জনেরই পয়েন্ট ৭১৭।

এদিকে ৬৯৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’মুস্তাফিজুর রহমান। এছাড়া শীর্ষে দশের মধ্যে ৬৪৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে’
ভূমি দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান 
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল
‘তামিমের জাতীয় দলে ফেরা উচিত হবে না'
X
Fresh