• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডলার আমার ২১০ রানের রেকর্ড যেন ভেঙে না দেয়: ফখর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মে ২০২২, ২২:৪২
ডলার আমার ২১০ রানের রেকর্ড যেন ভেঙে না দেয়: ফাখার
ছবি- সংগৃহীত

ক্ষমতার রদবদলের পরবর্তী এই সময়ে অস্থিতিশীল পরিস্থিতি পার করছে পাকিস্তান। যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। পাকিস্তানে ইতোমধ্যে ডলারের মূল্যমান ডাবল হান্ড্রেড স্পর্শ করেছে। দেশটিতে ১ ডলারের জন্য খরচ করতে হচ্ছে দুইশ রুপি করে।

এমন অবস্থায় ডলারের মূল্যমান নিয়ে মজা করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামান। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ফখর। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ২১০ রান করেন। ফখর চাইছেন না, ডলারের দাম বাড়লেও এটি যেন তার রেকর্ড আবার না ভেঙে দেয়


ক্রিকেট পাকিস্তানের এক রিপোর্টারের সঙ্গে আলাপচারিতার সময় ফখর মজা করে বলেন, ‘আমি চাই না, ডলার আমার ২১০ রানের রেকর্ড ভেঙে দিক।’

এদিকে পাকিস্তানে ক্রিকেটারদের স্যালারি বাড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পিসিবি সভাপতিকে নিয়ে ফখর আরও যোগ করেন, ‘এটা একটা ভালো ব্যাপার যে, রমিজ মাসিক বেতন বৃদ্ধির বিষয় নিশ্চিত করেছেন। মিটিংয়ে তিনি খুবই সহযোগিতা করেছিলেন। তিনি তার চিন্তাও শেয়ার করেছেন। বেতন বাড়লে আমাদের ক্রিকেটই উন্নতি হবে।’

আসছে জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ৮ জুন শুরু হবে সিরিজটি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ডসে যাবে বাবর আজম বাহিনী।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh