• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দলে ফিরতে উন্মুখ জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১৫:৫৯
দলে ফিরতে উন্মুখ জেমস অ্যান্ডারসন
ছবি- সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। এরপর দল ওয়েস্ট ইন্ডিজে গেলেও সুযোগ পাননি ৩৯ বছর বয়সী এই পেসার।

তবে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বেন স্টোকস জানিয়েছিলেন, দলে ফিরছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এবার অ্যান্ডারসন নিজেও জানালেন, দলে ফিরতে উন্মুখ হয়ে আছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উইকেট শিকা পেসার অ্যান্ডারসন দলে ফেরার কথা জানিয়ে স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বলেন,

‘আমি অনুভব করছি যে, আমি ভালো অবস্থায় আছি। ভালো ফর্মেও আছি। সবকিছু যেভাবে চলছে তাতে আমি খুশি। আমি যদি আবার দলে ফিরতে পারি, সেটা আমার জন্য দারুণ আনন্দের হবে।’

এরপরই তিনি আরও যোগ করেন, ‘আমি এটা নিশ্চিত করতে চাই যে, আমি ভালো বোলিং করছি এবং উইকেট নিচ্ছি। এ ছাড়া দলে ডাক আসলে যেন ভালো ফর্ম ধরে রাখতে পারি।’

দল থেকে বাদ পড়ে পারফরম্যান্স দিয়ে অবশ্য নিজের কাজ করে রেখেছেন অ্যান্ডারসন। গত মাসে ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৯ গড়ে ১১ উইকেট নিয়েছেন এই পেসার। যেখানে দুইয়েরও নিচে ইকোনমি রেট রেখেছিলেন ৩৯ বছর বয়সী এই পেসার।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh