Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৯
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

বিপিএল

মাশরাফীর একার লড়াই

মাশরাফী বিন মোর্ত্তজা

সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ৪০১ দিন পর খেলায় ফেরার সম্ভাবনা ছিল মাশরাফী বিন মোর্ত্তজার। দলের সঙ্গে মাঠে আসলেও শেষ পর্যন্ত একাদশে ছিলেন না নড়াইল এক্সপ্রেস। ম্যাচ চলাকালীন স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে নামতেও দেখা গেছে তাকে।

তিন দিনের বিরতি দিয়ে গতকাল রোববার দলের সঙ্গে অনুশীলনে ফিরলেও বোলিং করতে পারছিলেন না। অনেকক্ষণ সময় নিয়ে বল করতে দেখা গেছে মাশরাফীকে।

আজ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালীন একাডেমিক মাঠে চলে যান মাশরাফী। ঢাকার বোলিং কোচ ডোলার মাহমুদকে সঙ্গে নিয়ে টানা চার ওভার বোলিং করেন।

এক স্পেলে টানা চার ওভার বোলিং করে অনেকটা স্বস্তি নিয়ে একাডেমিক মাঠ ছাড়েন নড়াইল এক্সপ্রেস। আসর শুরুর আগে পিঠের ব্যথার কারণে ঠিকঠাক অনুশীলন করতে পারছিলেন না। এরপর অনুশীলনে ফিরলেও নতুন করে যোগ হয় কোমরের নিচের অংশের (গ্লুটস) চোট। যার জন্য নিতে হয়েছে ব্যথানাশক ইনজেকশনও।

আগামীকাল মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলতে নামবে মিনিস্টার ঢাকা। একক অনুশীলন শেষে মাশরাফীর হাসিই বলে দিচ্ছিল, ফেরার জন্য তিনি আপাতত প্রস্তুত।

এম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS