• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হোঁচট খেল পিএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২১, ০৯:৪১
হোঁচট খেল পিএসজি
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়ের পরের ম্যাচেই নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পিএসজি।

পুরো খেলাটায় আধিপত্য ছিল পিএসজিরই। ৭০ শতাংশ বলের দখল নিয়েও যে দলটি প্রতিপক্ষ গোলমুখে করতে পেরেছিল মোটে ৫টি শট! ম্যাচের প্রথম গোলমুখে শটটাও ছিল তাদেরই। নবম মিনিটের সে শটটা অবশ্য ঠেকিয়ে দেন দুদিন আগেই বিশ্বসেরা গোলরক্ষকের খেতাব জেতা জিয়ানলুইজি ডনারুমা।

২৭ মিনিটে মেসির পাস থেকে এমবাপের শট ঠেকিয়ে দেন তিনি। এর কিছু পর মেসির শট রুখে দিলে পিএসজি প্রথমার্ধ শেষ গোলশূন্য।

বিরতির ঠিক পরই দারুণ দুটো সুযোগ পিএসজি সৃষ্টি করেছিল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আনহেল ডি মারিয়ার শটটা পা বাড়িয়ে ঠেকিয়ে দেন বেনিতেজ। এরপর মেসির পাস থেকে নুনো মেন্দেজের শটটাও একই পরিণতি লাভ করে।

মেসিও দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলেন একটা। কিন্তু ৭৮ মিনিটের দিকে অনেকটা ফাঁকায় থেকেও লক্ষ্যেই শট রাখতে পারেননি তিনি। শেষ দিকে ইদ্রিসা গেইও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে পিএসজি ম্যাচটা শেষ করে এক পয়েন্ট নিয়ে।

এই ড্রয়ের পরও পিএসজি তালিকার শীর্ষেই আছে। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দুইয়ে থাকা মার্শেই নেই ধারেকাছেও। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট অর্জন করেছে দলটি।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
X
Fresh