• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের পতাকা-জার্সি দেখামাত্রই প্রতিরোধ

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১৫:১৮
পাকিস্তানের পতাকা-জার্সি দেখামাত্রই প্রতিরোধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে খেলা চলাকালে পাকিস্তানের পতাকা বহন করলে এমনকি জার্সি পরলে তা দেখামাত্রই প্রতিরোধ করা হবে বলে ঘোষাণা দিয়েছে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন।

আজ সোমবার (২২ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম-সংলগ্ন রাস্তায় সংগঠনটি এ ঘোষণা দেয়।

আজ মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানি জার্সি পরে মাঠে আসতে দিচ্ছে না তারা। সংগঠনের সদস্যরা আজ সকাল থেকেই মিরপুর স্টেডিয়াম এলাকায় মাবনবন্ধন ও মিছিল করছে।

সংগঠনটির মুখপাত্র বলেন, পাকিস্তান দলের বাংলাদেশ সফর শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখবেন তারা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আজ শেষ হতে যাচ্ছে। এর আগে গত দুই ম্যাচে শের-ই-বাংলার গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে ও পতাকা নিয়ে কিছু বাংলাদেশি নাগরিকের উল্লাস মিডিয়া আর সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে।

গতকাল সচিবালয়ে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানের প্রতি সমর্থনকে দুর্ভাগ্যজনক জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একটা দলকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার দিন অন্য দলকে সাপোর্ট করা শোভনীয় মনে হবে না। আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন। আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে।

আরআর/এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh