• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

২০২২ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২১, ০৮:৫৭
ARGENTINA vs brazil, brazil v ARGENTINA, leo messi vs neymar, rtv online
ছবি- সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা। বুধবার (১৭ নভেম্বর) সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দিনের ওপর ম্যাচে চিলিকে ২-০ ব্যবধারে হারিয়েছে ইকুয়েডর। ফলে বাছাইয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ২০২২ বিশ্ব আসরের টিকিট পেয়ে গেল।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিজেদের টুইটারে পোস্ট দিয়ে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে অভিন্দন জানিয়েছে।

এমন সংবাদ পেয়ে ড্রেসিং রুমে উল্লাসে মেতে উঠতে দেখা যায় আর্জেন্টাইন দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের পর এক উদযাপনের ভিডিও প্রকাশ করতে থাকেন আলবেলিসেলেস্তে তারকারা।

এদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটি শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে কোনও পক্ষই গোল তুলতে পারেনি।

ঘরের মাঠ সান হুয়ানে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও জয় তুলতে ব্যর্থ হয় মেসির দল। তবে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর যখন খবর আসে আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা এরপর উল্লাস করতে থাকেন অ্যাঞ্জেল ডি মারিয়া-নিকোলাস ওটামেন্ডিরা। শেষ দুই বছর সব মিলিয়ে ২৭ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা।

লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে আট জয় পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ১৪ ম্যাচে সাত জয়, দুই ড্র পাঁচ পরাজয়ে তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। সমান ম্যাচে চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার ৩ জয় আট ড্র ও ৩ পরাজয়ে মোট পয়েন্ট ১৭।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
X
Fresh