• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২১, ১২:০৩
সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
সংগৃহীত

ফুটবল বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ মানেই অন্যরকম এক উন্মাদনা। আবারও সেই মাহেন্দ্রক্ষণ আসতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের জন্য। গত সেপ্টেম্বরে কোপা আমেরিকার ফাইনালের পর ফের মুখোমুখি লড়াইয়ে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ম্যাচের পাঁচ মিনিট পর ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তরের বাধায় সেই ম্যাচ আর শেষ করা সম্ভব হয়নি। ম্যাচটি এখনও স্থগিত অবস্থায়ই রয়েছে।
এবার বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে ব্রাজিলকে নিজেদের মাঠে স্বাগত জানাবে আর্জেন্টিনা। আগের ম্যাচ স্থগিত হয়ে থাকায় এটিই মূলত বাছাইপর্বে দুই দলের প্রথম ম্যাচ।
বুধবার (১৭ নভেম্বর) আর্জেন্টিনার সান জুয়ান ডেল ভিসেন্তেনারিওতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হবে সুপার ক্লাসিকো ম্যাচটি। যেখানে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে বিশ্বকাপ টিকিটের দিকে আরও এক পা দেওয়ার আর ব্রাজিল নামবে কোপার ফাইনালে হারের প্রতিশোধ নিতে।
অবশ্য লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে সেলেসাওদের। আর্জেন্টিনাও খুব একটা পিছিয়ে নেই। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট ব্রাজিলের, সমান ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২৮।
এ ম্যাচে আর্জেন্টিনা জিতলে তাদের পয়েন্ট হবে ৩১ একই দিন হতে যাওয়া অন্য ম্যাচগুলোতে কলম্বিয়া ও উরুগুয়ে পয়েন্ট খোয়ালে বুধবারই ২০২২ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে যাবেন লিওনেল মেসিরা।
অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের জয় ৪৬ ম্যাচে আর আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচ ড্র হয়েছে ২৫ ম্যাচ। তবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে আবার আর্জেন্টিনার জয় তিনটিতে।

টিএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
X
Fresh