• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শেষ হলো লেগ স্পিনারদের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২১, ২৩:২৬
LEG SPINER, RTV ONLINE
অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আদিল রশিদ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট দেখিয়েছে স্পিনাররা। সেরা দশ উইকেট শিকারিদের মধ্যে চারজনই লেগ স্পিনার। তারা হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পা, ইংল্যান্ডের আদিল রশিদ, পাকিস্তানের শাদাব খান

প্রথম পর্ব ও সুপার টুয়ালেভ খেলে ১৬ উইকেট তুলে সবার উপরে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার এই তারকার ঝুলিতে রয়েছে ১৬ উইকেট। আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিয়ের শীর্ষে রয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার আডাম জাম্পা ১২ উইকেট তুলে দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া ইংলিশ স্পিনার আদিল রশিদ, পাকিস্তানের শাদাব খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি তুলেছেন নয়টি করে উইকেট। তারা রয়েছেন যথাক্রমে আট, নয় ও ১১তম স্থানে রয়েছেন তারা। অন্যদিকে ১৭তম স্থানে থাকা আফগানিস্তানের রশিদ খান তুলেছেন ৮টি উইকেট।

এদিকে লেফট আর্ম অর্থোডক্স স্পিন করা সাকিব আল হাসান রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ তারকার ঝুলিতে রয়েছে ১১ উইকেট। সেরাদের তালিকায় একমাত্র অফস্পিনার শেখ মেহেদী হাসান। ২০ নম্বরে থাকা বাংলাদেশি উদীয়মান এই তারকার রয়েছে আটটি উইকেট।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশ বোলার

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা, লেগ স্পিনার) ১৬ উইকেট

আডাম জাম্পা (অস্ট্রেলিয়া, লেগ স্পিনার) ১২ উইকেট

ট্রেন্ট বোল্ট, (নিউজিল্যান্ড, পেসার) ১১ উইকেট

জস হ্যাজল উড (অস্ট্রেলিয়া, পেসার), ১১ উইকেট

সাকিব আল হাসান (বাংলাদেশ, লেফট আর্ম অর্থোডক্স) ১১ উইকেট

মিচেল স্টার্ক, (অস্ট্রেলিয়া, পেসার), ৯ উইকেট

আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা, পেসার), ৯ উইকেট

ডোয়াইন প্রিটোরিয়াস, (দক্ষিণ আফ্রিকা, পেসার), ৯ উইকেট

আদিল রশিদ (ইংল্যান্ড, লেগ স্পিনার), ৯ উইকেট

শাদাব খান (পাকিস্তান, লেগ স্পিনার), ৯ উইকেট

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র
X
Fresh