• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এলিট ক্লাবে পৌঁছতে অপেক্ষা বাড়ল ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২১, ২২:০৩
aaron-finch kane-williamson, t20-world-cup-trophy, australia-vs-new-zealand-final, rtv online
অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন জেমস ফিঞ্চ নতুন মাইলফলক স্পর্শ করতে পারলেন না। ষষ্ঠ ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করার সুযোগ হাত ছাড়া করলেন এই ওপেনার।

রোববার (১৪ নভেম্বর) সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি অজিরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামার আগে ফিঞ্চের প্রয়োজন ছিল ২৫ রান।

সাত বলে পাঁচ রান তুলতেই বিদায় নেন অস্ট্রেলিয়া দলনায়ক। ফলে ১০ হাজারি ক্লাবে যেতে হলে আরও ২০ রান প্রয়োজন। তার জন্য অপেক্ষা করতে হবে আরও।

এই পর্যন্ত পাঁচজন ক্রিকেটারই ১০ হাজার রান করতে পেরেছেন। ৪৫৩ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল সবচেয়ে বেশি রানের মালিক। ইউনিভার্সেল বসের মোট রান ১৪ হাজার ৩২১।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কাইরন পোলার্ড। ক্যারিবীয় তারকা ৫৭৩ ম্যাচে ১১ হাজার ৩২৬ রান তুলেছেন। তৃতীয় স্থানে থাকা ১১ হাজার ১৩৩ রান তুলতে ম্যাচ খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক ৪৪৯টি, ডেভিড ওয়ার্নার রয়েছেন চতুর্থ স্থানে। ৩১২ ম্যাচে ১০ হাজার ২৫৫ রান তুলেছেন অজি ওপেনার।

ভারতের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি ৩২৪ ম্যাচে ১ হাজার ২০৪ রান তুলেছেন। রয়েছেন চতুর্থ স্থানে। আরও ২০ রান করলে ফিঞ্চ বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টেয়েন্টিতে ১০ হাজার রান তুলতে পারতেন। ৩৩১ ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কের রানের সংখ্যা ৯ হাজার ৯৮০।

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
X
Fresh