• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাফুফের বাজেট পাস, ১৭ কোটি টাকার ঘাটতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২১, ১৮:৫৬
bangladesh football federation, kazi salauddin bangalbadhu, rtv online
ছবি- বাফুফে

প্রায় ১৭ কোটি টাকার ঘাটতি নিয়ে ২০২২ সালের বাজেট পাস করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২১-এ ঘাটতি বাজেটের অনুমোদন দেওয়া হয়।

২০২২ সালের জন্য ৪১ কোটি ৯৫ লাখ টাকা সম্ভব্য ব্যয় ধরা হয়। সম্ভব্য আয় ধরা হয় প্রায় ২৪ কোটি টাকা।

২০২০ সালের অডিটরর্স রিপোর্ট উপস্থাপন এবং অনুমোদন করা হয়েছে। ২০২২ সালের বাজেট উপস্থাপন ও অনুমোদনও দেওয়া হয়েছে এদিন।

সভার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘শেষ এক বছরের কর্মকাণ্ড উপস্থাপনা করেছি। ভবিষ্যতের বাজেট দিয়েছি। সবাই অনুমোদন দিয়েছে। কার কী সমস্যা আছে, এটা নিয়েও আলোচনা করেছি। শান্তিপূর্ণভাবে কংগ্রেস হয়েছে। আমরা খুশি সবাই।’

দেশে ফুটবলের অভিভাবক সংস্থার আগামী বছরের আয়ের পরিমাণ ২৪ কোটি টাকা হতে পারে বলে এদিন জানানো হয়। তবু বাজেট ঘাটতি থাকে ১৭ কোটি টাকা। পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে ঘাটতি পুষিয়ে নেওয়ার লক্ষ্য জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বাফুফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত এই কর্মকর্তা বলেন, ‘করোনা পরিস্থিতিতে পৃ্ঠপোষকদের কাছ থেকে সেভাবে সাড়া পায়নি। তবে সবার সার্বিক সহযোগিতায় খেলা চালিয়েছি। আশা করছি, সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতেও খেলাগুলো ঠিকঠাক মতো চালাতে পারব।’

ওয়াই/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
বার্ষিক সাধারণ সভায় বিসিবির বাজেট পৌনে চার কোটি টাকা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
X
Fresh