• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুইয়ে দুই অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২১, ২৩:৪৩
ছবি- আইসিসি

সময়টা দুর্দান্ত কাটছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুই জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল অজিরা। দক্ষিণ আফ্রিকার পর হারিয়েছে শ্রীলঙ্কাকেও।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।

লম্বা সময় ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নারও এদিন লম্বা ইনিংস খেলেছেন। ওয়ার্নারের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে অ্যারন ফিঞ্চ করেন ৩৭ (২৩) রান।

ফিঞ্চকে বোল্ড করে সাজঘরে ফেরানো পর ওয়ানিন্দু হাসারাঙ্গা গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান ৫ রানে। দলীয় ১৩০ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ৬৫ (৪২) রানের ইনিংস খেলে দাসুন শানাক্র বলে ক্যাচ দিয়ে ফিরলেও বাকি কাজটা সারেন স্টিভেন স্মিথ ও মার্কুস স্টয়নিস।

স্মিথের ২৮ (২৭) ও স্টয়নিসের ৭ বলে ১৭ রানের ইনিংসে ভর করে অজিরা জয় নিশ্চিত করে ৩ ওভার হাতে রেখে ৭ উইকেটে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ৭ রানে ফেরান প্যাট কামিন্স। এরপর ৬৩ রানের জুটি গড়েন কুশল পেরেরা ও চারিথ আসিলাঙ্কা।

দুজনের জুটি ভাঙ্গে ৯.৪ ওভারের মাথায় আসালাঙ্কার ৩৫ (২৭) রানে বিদায়ে। পরের ওভারেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে বিদায় নেন কুশল পেরেরা (৩৫)।

আভিস্কা ফার্নান্দো ৪ রানে বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকা লঙ্কানরা। তবের ভানুকা রাজাপাকসা আগলে রাখেন একপ্রান্ত। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা করেন ১২ রান, শেষদিকে চামিকা করুনারত্নের ৯ ও রাজাপাকসার অপরাজিত ৩৩ (২৬) রানে ভর করে ৬ উইকেটে ১৫৪ রান তোলে শ্রীলঙ্কা।

অজিদের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

এমআর/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh