• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের জয়ের ‘টার্নিং পয়েন্ট’ জানালেন ওমান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ০১:৫৩
oman-vs-bangladesh-6th-match-first-round-group-b, rtv online
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে সুপার টুয়েলভের আশা জাগিয়ে রাখলো টাইগাররা। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান।

হারলে আসর থেকে বিদায় আর জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা। এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ১৫৩ রান তুলে অল আউট হয় লাল-সবুজরা। অন্যদিকে ৯ উইকেটে ১২৭ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায়।

ওপেনার যতিন্দর সিংয়ে ব্যাটে সঠিক পথেই হাঁটছিল ওমান। ৩৩ বলে ৪০ রান করা এই ব্যাটার থামেন সাকিবের বলে। এঘটনাই ওমানের অধিনায়েকের চোখে ‘টার্নিং পয়েন্ট।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন জিশান মাকসুদ। ওমানের অধিনায়কের ভাষায়, ‘যতিন্দরের উইকেটটি বদলে দেয়া দৃশ্যপট। তিনি অনেক ভালো ব্যাট করছিলেন। ৪০ রান করে ফেলেছিলেন। সাকিবসহ সবার বিপক্ষে রান তুলেছেন। তবে একটি খারাপ শট সোজা ফিল্ডারের হাতে চলে যায়। ক্রিকেটে এগুলো হয়েই থাকে। এসব বিষয়ে খেলোয়াড়দের কিছু বলা যায় না। কারণ তারা নিজেদের জায়গা থেকে সেরাটাই দেয়ার চেষ্টা করে।’

বাংলাদেশের মতো দলের সঙ্গে লড়াই করতে পেরেই স্বস্তি ওমান দলনেতার কণ্ঠে।

জিশান মাকসুদ বলেন, ‘সাকিব দ্রুত তিন উইকেট তুলেছেন মুস্তাফিজুর রহমান অসাধরণ বল করেছেন। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ। দলে একাধিক ভালো খেলোয়াড় রয়েছে। তারা এটি প্রমাণও করতে পেয়েছে। আমরাও চেষ্টা করেছি। ছেলেরা ভালোই লড়াই করেছে। বাংলাদেশের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পেরেছি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
X
Fresh