Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮

সৌদি গেলেন তাসিকনরা

taskin ahmed bangladesh, 2021, rtv online
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ১৯ জনের মধ্যে পাঁচজনসহ সাত ক্রিকেটার ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার তাসকিন আহমেদ যাচ্ছেন সৌদিতে।

তাদের সঙ্গে আছেন স্পিনার তাইজুল ইসলাম এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানও সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন। তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদও তাদের সঙ্গে রয়েছেন।

যাত্রা শুরুর আগে নুরুল হাসান সোহান নিজ ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

একই ছবি পোস্ট করে মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘আল্লাহপাক আমাদের ওমরাহ কবুল করুন।’

ওমরাহ পালন শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের।

এদিকে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্ব। ওমানে বাছাইয়ের তিনটি ম্যাচ খেলেই মূলপর্ব নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। সুপার টুয়েলভ তথা মূল পর্বের ম্যাচগুলো বসবে সংযুক্ত আরব আমিরাতে।

ওয়াই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS