• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮
ফাইল ছবি।

নানা জল্পনা-কল্পনার মাঝে এবার শোনা যাচ্ছে, এবার হয়তো নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিজেই নিচ্ছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়বেন কোহলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বছর দুয়েক ধরেই রঙিন পোশাকে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেটমহলে। ক্রিকেটের এই সংস্করণে কোহলির বদলে রোহিত শর্মাকেই দায়িত্ব দিতে আগ্রহী।

অনেকের মতে, কোহলি তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার দরকার নেই। দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হলে ব্যাটিংয়ে মন দিতে পারবেন তিনি।

তবে যতোই সমালোচনা হোক না কেন নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি কোহলি।

এবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করের এক প্রতিবেদনে কোহলির অধিনায়কত্ব ছাড়ার দাবি করা হয়েছে।

বিসিসিআই সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না কোহলি। তার এ সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। বিশ্বকাপপরবর্তী রঙিন জার্সির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।

কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দুর্দান্ত রোহিত শর্মা। তার নেতৃত্বে ৫টি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এখানেই শেষ নয় কোহলি চোট-বিশ্রামে নানা সময়ে জাতীয় দলের নেতৃত্বেও রোহিত পেয়েছেন সাফল্য।

তবে বিষয়টি নিয়ে বিরাট কোহলির কোনো বক্তব্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় চুক্তিতে যত বেতন পান ভারতীয় ক্রিকেটাররা
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৬ ভারতীয় ক্রিকেটার
X
Fresh