• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হকি স্টিক দিয়ে প্রতিপক্ষের মাথায় আঘাত দিলেন আর্জেন্টাইন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১৫:০০
brazil olympic football argentina olympic football, zimbabwe-vs-bangladesh LIVE, RTV ONLINE
ছবি- সংগৃহীত

হকি ইভেন্টে আর্জেন্টিনার বিপক্ষে নেমেছিল স্পেন। টোকিও অলিম্পিকের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। তবে স্টিক দিয়ে স্প্যানিশ খেলোয়াড়ের মাথায় আঘাত করে আলোচনায় এক আর্জেন্টাইন খেলোয়াড়।

খেলা চলাকালে পেশিতে টান লাগায় মাটিতে লুটিয়ে পড়েন স্পেনের দাভিদ আলেগ্রে। এ সময় সাহায্যের জন্য আর্জেন্টিনার মাতিয়াস রেকে পাশে পান আলেগ্রে। তবে আর্জেন্টিনা দলের লুকাস রসি মাটিতে শুয়ে থাকা আলেগ্রের মাথার পেছনে হকি স্টিক দিয়ে আঘাত করেন।

এরপর আলেগ্রে রসির দিকে তেড়ে যান। স্পেনের হয়ে খেলা ডেলাস রীতিমতো গলা ধরেই রসিকে সরিয়ে দেন।

পরিস্থিতি বেগতিক দেখে আম্পায়ার দ্রুত ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন। এতে সমতায় মাঠ ত্যাগ করতে হয় দুই দলেকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
X
Fresh