• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১৬:০২
zimbabwe vs bangladesh bangladesh vs  zimbabwe, rtv online, 1st t20 live
ছবি- টুইটার

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

টেস্ট ও ওয়ানডেতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতেও একই লক্ষ্য টাইগারদের।

অতীত পরিসংখ্যান ও বর্তমান ফর্ম বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টির ৯টিই জিতেছে বাংলাদেশ। শেষ ৪ ম্যাচে নেই কোনও হার।

এ ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি। নিজেদের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে হারার পর টি-টোয়েন্টি জয়ে মরিয়া জিম্বাবুয়ে।

টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে বিশ্রাম দিয়েছে তারা। তার বদলে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা সিকান্দার রাজা।

টেস্ট ও ওয়ানডেতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতেও একই লক্ষ্য টাইগারদের।

অতীত পরিসংখ্যান ও বর্তমান ফর্ম বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টির ৯টিই জিতেছে বাংলাদেশ। শেষ ৪ ম্যাচে নেই কোনও হার।

এ ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি। নিজেদের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে হারার পর টি-টোয়েন্টি জয়ে মরিয়া জিম্বাবুয়ে।

টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে বিশ্রাম দিয়েছে তারা। তার বদলে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাবা, লুক জঙ্গুয়ে, ওয়েসলি মাধেভারে, ওয়েলিংটন মাসাকাদজা, তাদিওয়ানশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড গারাভা ও তারিসাই মুসাকান্দা,

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারিন
X
Fresh