• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান সুপার লিগ

পিএসএল-এর ফাইনাল বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১১:১৫
ছবি- পিসিবি

শেষ হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর। ২৪ জুন, বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস। এবারের আসরটা বেশ জামেলার মধ্য দিয়ে গেল।

গত মার্চে আসর শুরু হলেও করোনা মহামারিতে বেশ কয়েকটি দলের খেলোয়াড় ও কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই স্থগিত হয়ে যায় অনির্দিষ্ট সময়ের জন্য।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে জুনে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। আমিরাতের তিনটি ভেন্যুতে হয় বাকি ম্যাচগুলো।

লিগ পর্ব শেষে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। এই ম্যাচে ইসলামাবাদকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মুলতান।

প্রথম এলিমিনেটরে করাচি কিংস পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে ইসলামাবাদকে হারায় ৮ উইকেটে। তবেই পায় ফাইনালের টিকিট।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোলার্ড ঝড়ে উড়ে গেল বাবরের পেশোয়ার জালমি
X
Fresh