• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অলিম্পিকে ব্রাজিল দলে ৩৮ বছর বয়সী আলভেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ১১:৩৩
dani alves brazil tokyo olympic, rtv online
দানি আলভেজ

টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়নদের দলে ডাক পেয়েছেন বার্সেলোনার সাবেক তারকা দানি আলভেজ।

কোচ আন্দ্রে জার্দাইনের অধিনে দলে রাখা হয়েছে ৩১ বছর বয়সী গোলরক্ষক সান্তোস ও ২৮ বছর বয়সী ডিয়েগো কার্লোসকে।

অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেলতে যায়। ১৬ সদস্যের দলে তিনজন করে সিনিয়র খেলোয়াড় অংশ নিতে পারেন।

২৩ জুলাই থেকে শুরু হতে চলা এবারের অলিম্পিকে ব্রাজিল ছাড়াও অংশ নিচ্ছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও স্পেন।

৩৮ বছর বয়সী আলভেজ চলমান কোপা আমেরিকায় অংশ নিতে চেয়েছিলেন। যদিও সাও পাউলোর এই রাইটব্যাক হাঁটুর চোটের কারণে অংশ নিতে পারেননি এবারের টুর্নামেন্টে।

অন্যদিকে অলিম্পিকে খেলতে চেয়েছিলেন নেইমারও। তবে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফরোয়ার্ড যে খেলছেন না সেটা নিশ্চিত।

২০১৬ সালে রিও ডি জেনেরিওতে বসা অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল দল।

গোলরক্ষক

সান্তোস (অ্যাতলেটিকো পারানাএনসে), ব্রিন্নো (গ্রেমিও)

রক্ষণভাগ

দানি আলভেজ (সাও পাউলো), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), গুইলহেরমে আরনা (অ্যাতলেটিকো মিনেরিও), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেনসে), দিয়েগো কালর্স (সেভিয়া)

মধ্যমাঠ

ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), ব্রুনো গুইমারায়েস (লিও), গেরসন (ফ্ল্যামেঙ্গো), ক্লাউদিনহো (রেড বুল ব্রাগানটিনো), ম্যাথুস হেনরিক (গ্রেমিও)

আক্রমণভাগ

ম্যাথুস কুনহা (হেরথা বেরলিম), ম্যালকম (জেনিথ), অ্যান্টোনি (আয়াক্স), পলহিনহো (বায়ের লেভারকুসেন), পেদ্রো (ফ্লেমেঙ্গো)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh