• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউরো কাপ

আর সরানো যাবে না পানীয় বোতল, সরালে শাস্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১৯:৪৬
কোকা-কোলার বোতল সররিয়ে রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদো, এরপর পল পগবা। এই দুজনেই থেমে ছিল না, ইতালির ম্যানুয়েল লোকাতেল্লিও সংবাদ সম্মেলনের টেবিল থেকে সরিয়ে রাখেন পানীয় বোতল।

পর্তুগিজ তারকা রোনালদো সংবাদ সম্মেলনে এসে টেবিলে থাকা দুটি কোকা-কোলার বোতল সরিয়ে ইউরোর শেয়ার বাজারে তাদের ১.৬ শতাংশ দাম কমিয়ে দেন। এতে বেশ হৈচৈ পড়ে যায় বিশ্বজুড়ে।

এরপরই ফরাসি তারকা পল পগবা এসে ‘হেইনিকেন’ বিয়ারের বোতল সরান টেবিল থেকে। ক্রমান্বয়ে লোকাতেল্লিও সরান কোকা-কোলার বোতল।

এই দুটি পানীয় কোম্পানি ইউরো ক্যাপের স্পন্সর প্রতিষ্ঠান। বলা যায়, লাভ করতে এসে উল্টো ক্ষতির মুখে পড়তে হয় প্রতিষ্ঠানগুলোকে। এ নিয়ে প্রতিষ্ঠানগুলো তীব্র প্রতিক্রিয়া না দেখালেও কোকা-কোলা কোম্পানির মুখপাত্র জানান, এসব পছন্দ না হলে না খেলেই হয়। তাই বলে সরিয়ে রাখা তো ঠিক কাজ না।

ব্যপারটি উয়েফা কর্তৃপক্ষের নজরেও পড়েছে। তাতে টনক নড়েছে। স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, সামনে এমনটি কেউ করলে শাস্তি পেতে হবে।

এ নিয়ে ইউরোর পক্ষ থেকে সব দলকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, টুর্নামেন্ট আয়োজন বড় অংশ এই স্পন্সর। এমন কাজ সামনে কেউ করলে জরিমানাও করা হতে পারে। গোটা ইউরোপে ফুটবল ছড়িয়ে দেওয়ার জন্য এসব স্পন্সর প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন।’

এসবের আবার বিপরীত দৃশ্যও দেখা গেছে। রাশিয়ান কোচ স্তানিস্লাভ চেরচেশভ ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এসে দুবার কোক খেয়ে বুঝিয়ে দেন স্পন্সরদের পক্ষে দাঁড়ানোর বিষয়টি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
X
Fresh