• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশন ফিরিয়ে দেওয়া হচ্ছে সাকিবকে

অনলাইন ডেস্ক
  ১৫ মে ২০২১, ১১:৪৩
সাকিব আল হাসান

দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান মাঠে নামলেও ইনজুরিতে পড়ে ছিটকে পড়েন। এরপর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছুটিতে ছিলেন টাইগার অলরাউন্ডার। তবে এবার পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে আসন্ন লঙ্কা সিরিজে জাতীয় দলে ফিরছেন তিনি।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া সাক্ষাতকারে এমন তথ্যই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে (আসন্ন সিরিজে) তিন নম্বরে ব্যাটিং করবে। সেটা তার জন্যও সেরা জায়গা এমনটি সে নিজেও তিন নম্বরে ব্যাট করতে চায়। আমরা মনে করি তাকে সুযোগটা দেওয়া উচিত।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করতে রীতিমতো লড়াই করেছেন সাকিব। এজন্য রাজি করাতে হয় তৎকালীন হেড কোচ, অধিনায়ক ও টিম ম্য্যানেজমেন্টকে। সেসময় বাজিমাত করেন তিনি। ২ সেঞ্চুরি, ৫ ফিফটির সাহায্যে ঈর্ষণীয় ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
ডিপিএল নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলছেন পাপন
একই দিনে দুই রূপ, ভক্তদের যে বার্তা দিলেন সাকিব
মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন কীর্তি 
X
Fresh