• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগ জিতলে বোনাস, আরও ৫ মৌসুম প্যারিসে নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ১৫:০৬
neymar psg, virat kohli anushka, shakib messi, ronaldo, rtv online
ছবি- সংগৃহীত

২০২৬ সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে মাঠ মাতাবেন নেইমার। এরইমধ্যে লিগ ওয়ানের দলটির সঙ্গে ব্রাজিলিয়ান তারকা চুক্তি সম্পন্ন করেছেন বলে দাবি করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

ফ্রেঞ্চ গণমাধ্যম এল’ ইকুইপের বরাতে স্কাই নিউজের সাংবাদিক ফ্যাবিও রোমানো জানিয়েছেন, আরও ৫ মৌসুম প্যারিসে থাকছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো কামাবেন সাম্বা প্রিন্স। ২০২৬ সালের জুনে শেষ হবে এই চুক্তি। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলে পাবেন বাড়তি বোনাস।

২০১৭ সালে সবাইকে অবাক করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। দলবদলে ইতিহাস গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২২ সাল পর্যন্ত ছিল এই চুক্তি।

বিশ্বের সবচেয়ে দামি ‍ফুটবলার হিসেবে প্যারিসে পাড়ি জমালেও শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন নেইমার। গুঞ্জন ছিল বার্সায় ফিরে আসার।

গেল কয়েক বছর ধরেই ফ্রান্সের ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য পিএসজি। শেষ দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ও সেমিফাইনালে গিয়েও শিরোপা বঞ্চিত হতে হয় দলটিকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
X
Fresh