• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ১৬:০০
shakib al hasan mustafizur rahman Soumya Sarkar bangladesh cricketer, rtv online
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান || ফাইল ছবি

ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে বহনকারী চাটার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, বিমানবন্দর থেকে সরাসরি কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উঠবেন তারা। সেখানে সরকারের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ নিয়েছিলেন সাকিব-মুস্তাফিজ। ১৪তম আসর স্থগিত হওয়ার পর দেশে ফিরতে হলো তাদের।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে কোয়ারেন্টিন সময় কমানো জন্য আবেদন করেছিল বিসিবি। যেহেতু ভারত ফেরত সেহেতু ছাড় দেয়া হবে না তাদের। এমনটাই জানিয়ে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাকালীন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নেন সাকিব। অন্যদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন মুস্তাফিজ।

জানা গেছে কলকাতা ও রাজস্থানের সমন্বিত খরচে এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকলে খেলা চলছিল। ব্যাপক সমালোচনার মধ্যেও আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও শেষ পর্যন্ত জৈব সুরক্ষা বলয় ভেদ করেই একাধিক দলের খেলোয়াড় ও কর্মকর্তারা করোনা আক্রান্ত হন। শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয় আসরটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
টিভিতে আজকের খেলা
রাজস্থানের বিপক্ষে দিল্লির বড় পুঁজি
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
X
Fresh