• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচের আগের দিন পাল্লেকেলের উইকেট নিম্নমানের ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ২০:৪৫
kandy pallekele international cricket stadium bangladesh vs sri lanka live, rtv online
ছবি-সংগৃহীত

সিরিজের প্রথম টেস্ট বসেছিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটাররা রানের উৎসব করলেও বোলাররা ছিলেন নিষ্প্রভ। ওভার পর পর বোল করেও উইকেট তুলতে ব্যর্থ হন দুই দলের বোলাররা। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে চোখে উইকেটটি নিম্নমানের। তাই দেয়া হলো ডিমেরিট পয়েন্ট।

রঞ্জন মাদুগালে আইসিসি’র কাছে লিখিত রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে পাল্লেকেলের উইকেট ‘নিম্নমানের’।

রিপোর্টের প্রতিলিপি শ্রীলঙ্কা ক্রিকেটকেও পাঠিয়েছেন আইসিসি এলিট প্যানেলের এই ম্যাচ রেফারি।

তার পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘পিচের রূপ পঞ্চম দিনেও একইরকম ছিল। বোলার ও ব্যাটারদের জন্য কোনও ভারসাম্য দৃশ্যমান হয়নি। ম্যাচজুড়ে আচরণ ছিল ব্যাটসম্যানদের পক্ষে। মোট রান হয়েছে ১ হাজার ২৮৯। অন্যদিকে মাত্র ১৭টি উইকেট পড়েছে। গড় ছিল ৭৫.৮২। আইসিসির বিধি অনুযায়ী এই উইকেটকে আমি নিম্নমানের বলে আখ্যা দিচ্ছি।’

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নিয়ম অনুযায়ী, যদি কোনও ভেন্যু পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে ভেন্যুটিকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

বৃহস্পতিবার এই মাঠেই সিরিজেও দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh