• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় ম্যাচেও রাজস্থান একাদশে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল ২০২১, ১৯:৪১
mustafizur rahman, ipl. rtv online
ছবি- সংগৃহীত

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস।

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।

মুম্বাইয়ের এই মাঠে ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন রয়ল্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের ম্যাচে পরে ব্যাটিং করে ম্যাচ হেরেছিল রাজস্থান।

রাজস্থান একাদশে রয়েছেন বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান। তবে শ্রেয়াস গোপালের জায়গায় সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকট। অন্যদিকে বেন স্টোকসের বদলে মাঠে নেমেছেন ডেভিড মিলার।

অন্যদিকে দিল্লি দলে শিমরন হেট মেয়ারকে বিশ্রাম দিয়ে কাগিসো রাবাদাকে নামানো হয়েছে। অমিত মিশ্রর বদলে খেলবেন ললিত জাদব।

দিল্লি ক্যাপিটালস

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক,অধিনায়ক), মার্কস স্টইনিস, ললিত জাদব, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, টম কারান ও আবেশ খান।

রাজস্থান রয়্যালস

জস বাটলার (উইকেট-রক্ষক), মানান ভোরা, ডেভিড মিলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রায়ান পরাগ, শিবাম ডুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকট, চেতন সাকরিয়া ও মুস্তাফিজুর রহমান

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমজমাট আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই
কামিন্সের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি হায়দ্রাবাদের
ঘরের মাঠে গুজরাটকে অল্পতেই থামালো বেঙ্গালুরু
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে যা বললেন স্টার্ক
X
Fresh