Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১৫:১৭
আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৫:৩৫

কোহলিকে পেছনে ফেলে এক নম্বর ব্যাটসম্যান এখন বাবর

পুরনো ছবি

ওয়ানডের ব্যাটিং র‍্যাংকিংয়ে একক আধিপতি বিরাট কোহলির অবনমন হয়েছে বাবর আজমের কাছে। দীর্ঘ ১২৫৮ দিন এক নম্বরে থাকা কোহলিকে পেছনে ফেলেছেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর। বুধবার আইসিসির র‍্যাংকিং হালনাগাদের পর জানা যায় এক নম্বরে আর নেই বিরাট। জায়গা দখল করেছেন বাবর। এখন বাবরের চেয়ে ৮ রেটিং পয়েন্ট কম থাকায় বিরাটের অবস্থান দুইয়ে।

আরও পড়ুনঃ কলকাতার হারে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

বাবরের একার উন্নতি হয়নি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ওয়ানডের ব্যাটিং র্যাং কিংয়ে উন্নতি হয়েছে সতীর্থ ফখর জামানেরও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ৭৬ গড়ে বাবর করেছিলেন ২২৮ রান। শেষ ম্যাচে ওয়ানডেতে বাবর খেলেন ৮২ বলে ৯৪ রানের ইনিংস। আর এই ইনিংসের কারণেই পেয়েছেন ১৩টি রেটিং পয়েন্ট।

গত সিরিজে ২৮টি রেটিং পয়েন্ট পান বাবর। সব মিলে ৮৬৫ রেটিং পয়েন্ট পেয়ে তবেই টপকে গেছেন বাবরকে।

আরও পড়ুনঃ মোস্তাফিজদের দলে দুঃসংবাদ

ওপেনার ফাখর জামান তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিতে মোট করেছেন ৩০২ রান। তাতে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এমআর/

RTV Drama
RTVPLUS