• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জন্মদিনে নিজের আইডলের নাম জানালেন জামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১৫:৪৯
ronaldo, Jamal Bhuyan birthday, bangladesh, football captain, rtv online
জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্মদিন আজ শনিবার। ১৯৯০ সালের এই দিনে ডেনমার্কে জন্মগ্রহণ করেন তিনি। ইউরোপের বেড়ে উঠলেও মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা ছিল আগে থেকেই। সেই স্বপ্ন পূরণ হয়েছে তার।

জামালের পৈতৃক নিবাস ময়মনসিংহে। ছোটবেলা থেকে ডেনমার্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন। পেশাদার ফুটবলও সেখানেই শুরু। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ান।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন তিনি। বর্তমানে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। সম্প্রতি সাইফের কাছ থেকে ধারে কলকাতা মোহামেডানের হয়েও খেলে এসেছেন এই মিডফিল্ডার।

কয়েকদিন আগে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছিলেন। করোনার প্রকোপে মাঠে খেলা না থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে ডেনমার্কে অবস্থান করছেন জামাল।

৩১তম জন্মদিনে ফেসবুকে ভক্তদের কাছে নিজের আইডলের কথা জানিয়েছেন লাল-সবুজদের অধিনায়ক।

ছোট বেলার একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ব্রাজিলের রোনালদো নাজারিও আমার প্রিয় ফুটবল খেলোয়াড়। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই। ছবিটা ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ চলাকালীন সময়ের।’

জন্মদিনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

‘যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা।’ যোগ করেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৪ সালে যেসব ম্যাচ খেলবে ফুটবল দল 
X
Fresh