Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ০০:২৩
আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০০:৩১

পেছালো পাকিস্তান যুবদলের বাংলাদেশ সফর

pakistan under 19 vs bangladesh, Pakistan U-19 Team Tour of Bangladesh 2021, rtv online
ফাইল ছবি

একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল বাংলাদশে পা রাখার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে নতুন সূচিতে ১৭ এপ্রিলে আসতে চলেছে তারা। সময় পরিবর্তন হলেও সফরে ম্যাচ সংখ্যায় কোনও পরিবর্তন আসেনি।

বিবৃতির মাধ্যমে সফরসূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৭ এপ্রিল ঢাকায় নামবে পাকিস্তান যুবদল। ওইদিনই সিলেটে চলে যাবে তারা। ২১ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। অনুশীলনের দুই দিন বরাদ্দ রয়েছে তাদের জন্য।

চার দিনের ম্যাচে ২৩ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

সিলেটেই ৩০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ বসবে যথাক্রমে ২ এবং ৪ মে।

ঢাকায় ৭ ও ৯ মে ৫০ ওভারের মুখোমুখি হবে দলদুটি। ১০ মে ঢাকা ত্যাগ কবে পাকিস্তান যুবদল।

ওয়াই

RTV Drama
RTVPLUS