• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

র‌্যাংকিংয়ের ১০৮ নম্বর দলের সঙ্গে কষ্টার্জিত জয় পর্তুগালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২১, ০৯:০১
Portugal Azerbaijan, own goal, ronaldo, rtv online
ছবি- সংগৃহীত

আত্মঘাতী গোলে জয় পেলো পর্তুগাল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।।

বুধবার জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি আসে আজারবাইজান অধিনায়ক মাসকিন মেদভেদেভের ভুলে।

‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেই ফিফা র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকা পর্তুগাল একের পর এক আক্রমণ চালাতে থাকে। অন্যদিকে ১০৮ নম্বর দলটি রক্ষণভাগ ও গোলরক্ষক প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করে।

প্রথমার্ধের ৩৯তম মিনিটে পর্তুগীজ মিডফিল্ডার রুবেন নেভেস শট নেন। আজারবাইজানের গোলরক্ষক শাহরুদ্দিন মেহমেদেলিয়েভা লাফিয়ে তা রুখে দিতে চান। তবে দলনেতা মাসকিনের কাঁধে লেগে তা গোল হয়ে যায়। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে রোনালদো-ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সরা একের পর চেষ্টা চালিয়েও ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে সমতায় ফেরার সুযোগ ছিল আজারবাইজানেরও। তবে শেষ পর্যন্ত মিলেনি সফলতা।

এদিকে আগামী শনিবার বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
X
Fresh