• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

একটাই টার্গেট সেটা হচ্ছে গোল করা: জুয়েল

আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ২০:১৮
bfff bangldesh vs nepal live, rtv online
ছবি-আরটিভি নিউজ

নেপালের মাঠে বসতে চলা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যসহ আরও সাত জন নিয়ে প্রাথমিক স্কোয়াড সাজিয়েছিল বাংলাদেশ দল। ২৫তম সদস্য হিসেবে সুযোগ হয়েছে মোহাম্মদ জুয়েলের।

২০ বছর বয়সী এই স্ট্রাইকার খেলছেন পুলিশ এফসির হয়ে। মঙ্গলবার দল ঘোষণার দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে এসে কথা বলেছেন তিনি।

‘চূড়ান্ত দলে জায়গায় পেয়ে খুবই ভালো লাগছে। আমার লক্ষ্য ছিল মূল দলে জায়গা পাওয়া। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব।’

বাংলাদেশ-নেপাল ছাড়াও টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল। ভূ-পৃষ্ট থেকে অনেকটা উঁচু স্থানে অবস্থানের কারণে নেপালে খেলাটা কঠিন। তবে সেখানে খেলার অভিজ্ঞতা আছে তরুণ জুয়েলের।

‘আমি বয়স ভিত্তিক বিভিন্ন দলে খেললেও এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলাম। অনেক দিন পর দেশের হয়ে খেলার সুযোগ হয়েছে। আমি যাই করবো ভালো করার চেষ্টা করবো।
বয়স ভিত্তিক দলের হয়ে যখন খেলেছি তখন দেখেছি, আন্তর্জাতিক ম্যাচগুলো অনেক কঠিন। আশা করি তেমন সমস্যা হবে না। কারণ আমার অভিজ্ঞতা রয়েছে। অনূর্ধ্ব ১৬ সাফ খেলতে নেপাল খেলেছি। ওখানে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া চ্যালেঞ্জ।’

নিজের ক্যারিয়ার নিয়ে জুয়েল বলেন, ‘আরামবাগ এলাকার কালাভাইয়ের কাছে ফুটবলে হাতে খড়ি। ছোট থেকে সেখানে থাকা বালুর মাঠে খেলতাম। এরপর ২০১৩ সালে বিকেএসপিতে সুযোগ পাই। ২০১৬ সালে ফকিরাপুল ইয়ংম্যানসে চ্যাম্পিয়ন লিগ খেলি। ২০১৭ সালে আরামবাগে দুই বছর থাকি। বর্তমানে পুলিশ এফসিতে আছি।’

১৮ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ। ২৩ মার্চ লাল-সবুজদের প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল। ২৭ মার্চ দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ নেপালের বিপক্ষে। ২৯ মার্চ টুর্নামেন্টের সেরা দল নিয়ে ফাইনাল বসবে। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা উপহার দিতে চান।

‘স্ট্রাইকার পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সুমন রেজা ফর্মে আছেন। বেশ কয়েকটি গোল করেছেন। সুফিল, সাদ, মতিন মিয়ারা সবাই ভালো। যারা আছেন সবাই গোল করেছেন। আমারও একটাই টার্গেট সেটা হচ্ছে গোল করা।’ যোগ করেন জুয়েল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
X
Fresh