• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অনিশ্চিত তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০১৭, ১৭:১৩

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে টসের সময় অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এতে দেশের ক্রিকেটাঙ্গনে নামে কালো মেঘের ছায়া। শেষমেষ ম্যাচটি হেরেও যায় টাইগাররা। সিরিজের শেষ ও দ্বিতীয় টি-২০তে বৃহস্পতিবার লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি হতে যাচ্ছে মাশরাফির আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাই এ ম্যাচ জিতে তাকে উৎসর্গ করতে চান সতীর্থরা। তবে দুঃসংবাদ, এমন ম্যাচে তামিম ইকবালের খেলা অনিশ্চিত!

বিসিবির ঘণিষ্ঠ সূত্রে জানা যায়, সিরিজ বাঁচানো ও ম্যাশের বিদায়ী ম্যাচে বাংলাদেশ হার্ডহিটার ব্যাটসম্যান তামিমের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’। কোমরের সমস্যায় ভুগছেন তিনি। বিকেলের মধ্যে সুস্থ বোধ করলে খেলতে পারেন।

শোনা যাচ্ছে, তামিমের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ইমরুল কায়েসকে। অর্থাৎ তামিম না খেললে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে দেখা যেতে পারে তাকে।

গেলো মঙ্গলবার প্রথম টি-২০তে অবশ্য তেমন কিছু করতে পারেননি তামিম ইকবাল। লাসিথ মালিঙ্গার বলে শূন্য রানেই সাজঘরে ফেরেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh