• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে সাকিব-মোস্তাফিজের ম্যাচগুলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ১৮:৩৮
ছবি-সংগৃহীত

করোনা মহামারিকালে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এবার আর সেটি হচ্ছে না, ঘরের মাঠেই ফিরেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। নতুন আসর সামনে রেখে ৭ মার্চ, রোববার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) ঘোষণা করে আইপিএল ২০২১ এর সূচি। সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪তম আসর।

এবারের আসর ঘিরে বেশ ভালো ভাবেই নজর রাখছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। গত আসরে একজন বাংলাদেশিও দল পায়নি তব এবার পেয়েছেন দুইজন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।

এবারের আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হলেও সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ গড়াবে ১১ এপ্রিল রোববার। এদিন চেন্নাইতে সন্ধ্যা সাড়ে সাতটায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা।

সাকিবের প্রথম ম্যাচের পরদনই মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। আগামী ১২ এপ্রিল সোমবার মুম্বাইতে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি পাঞ্জাব কিংসের।

দেখে নেয়া যাক লিগ পর্বে সাকিব ও মোস্তাফিজের দলের ম্যাচের সূচি-

তারিখ

ম্যাচ

ভেন্যু

সময়

১১-এপ্রিল-২১

সানরাইজার্স হায়দরাবাদ– কলকাতা নাইট রাইডার্স

চেন্নাই

রাত ৮টা

১২-এপ্রিল-২১

রাজস্থান রয়্যালস– পাঞ্জাব কিংস

মুম্বাই

রাত ৮টা

১৩-এপ্রিল-২১

কলকাতা নাইট রাইডার্স–মুম্বাই ইন্ডিয়ানস

চেন্নাই

রাত ৮টা

১৫-এপ্রিল-২১

রাজস্থান রয়্যালস– দিল্লি ক্যাপিটালস

মুম্বাই

রাত ৮টা

১৮-এপ্রিল-২১

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– কলকাতা নাইট রাইডার্স

চেন্নাই

বিকেল ৪টা

১৯-এপ্রিল-২১

চেন্নাই সুপার কিংস –রাজস্থান রয়্যালস

মুম্বাই

রাত ৮টা

২১-এপ্রিল-২১

কলকাতা নাইট রাইডার্স– চেন্নাই সুপার কিংস

মুম্বাই

রাত ৮টা

২২-এপ্রিল-২১

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –রাজস্থান রয়্যালস

মুম্বাই

রাত ৮টা

২৪-এপ্রিল-২১

রাজস্থান রয়্যালস– কলকাতা নাইট রাইডার্স

মুম্বাই

রাত ৮টা

২৬-এপ্রিল-২১

পাঞ্জাব কিংস– কলকাতা নাইট রাইডার্স

আহমেদাবাদ

রাত ৮টা

২৯-এপ্রিল-২১

মুম্বাই ইন্ডিয়ানস– রাজস্থান রয়্যালস

দিল্লি

বিকেল ৪টা

২৯-এপ্রিল-২১

দিল্লি ক্যাপিটালস– কলকাতা নাইট রাইডার্স

আহমেদাবাদ

রাত ৮টা

২-মে-২১

রাজস্থান রয়্যালস –সানরাইজার্স হায়দরাবাদ

দিল্লি

বিকেল ৪টা

৩-মে-২১

কলকাতা নাইট রাইডার্স –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আহমেদাবাদ

রাত ৮টা

৫-মে-২১

রাজস্থান রয়্যালস– চেন্নাই সুপার কিংস

দিল্লি

রাত ৮টা

৮-মে-২১

কলকাতা নাইট রাইডার্স –দিল্লি ক্যাপিটালস

আহমেদাবাদ

বিকেল ৪টা

৮-মে-২১

রাজস্থান রয়্যালস –মুম্বাই ইন্ডিয়ানস

দিল্লি

রাত ৮টা

১০-মে-২১

মুম্বাই ইন্ডিয়ানস –কলকাতা নাইট রাইডার্স

বেঙ্গালুরু

রাত ৮টা

১১-মে-২১

দিল্লি ক্যাপিটালস –রাজস্থান রয়্যালস

কলকাতা

রাত ৮টা

১২-মে-২১

চেন্নাই সুপার কিংস– কলকাতা নাইট রাইডার্স

বেঙ্গালুরু

রাত ৮টা

১৩-মে-২১

সানরাইজার্স হায়দরাবাদ– রাজস্থান রয়্যালস

কলকাতা

রাত ৮টা

১৫-মে-২১

কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস

বেঙ্গালুরু

রাত ৮টা

১৬-মে-২১

রাজস্থান রয়্যালস– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

কলকাতা

বিকেল ৪টা

১৮-মে-২১

কলকাতা নাইট রাইডার্স –রাজস্থান রয়্যালস

বেঙ্গালুরু

রাত ৮টা

২১-মে-২১

কলকাতা নাইট রাইডার্স– সানরাইজার্স হায়দরাবাদ

বেঙ্গালুরু

বিকেল ৪টা

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
X
Fresh