• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

অনিয়মে শঙ্কায় পিএসএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ২০:২২
ছবি- সংগৃহীত

গত বছর করোনা মহামারীর শুরুতে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফের ম্যাচগুলো। সেগুলো পুনরায় অনুষ্ঠিত হবার কয়েক মাস পর আবারও বসেছে আসর। ঘরের মাঠে দর্শক নিয়ে পিএসএল শুরু করলেও মানা হচ্ছে না জৈব সুরক্ষাবলয়। যে কারণে এরই মধ্যে চার জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।

আরও পড়ুনঃ মেসির দ্বারা সব সম্ভব, সেভিয়াকে পাপুর সতর্কবার্তা

গতকাল সোমবার ইসলামাবাদ ইউনাইটেডের অজি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ করোনা আক্রান্ত হওয়ায় পিছিয়ে যায় ম্যাচ। একই দলের সবাইকে রাখা হয় আইসোলেশনে।

সবাইকে করোনা পরীক্ষা করানো হলে আরও ৩ জনের কোভিড পজিটিভ আসে। এতেই কথা উঠেছে পিএসএল এর অনিয়ম নিয়ে।

পাকিস্তানি গণমাধ্যমগুলো জানাচ্ছে, জৈব সুরক্ষা বলয় মানছে না খেলোয়াড়রা। এমন কি পরিবারের লোকেরাও টিম হোটেলে প্রবেশ করছেন অনায়াসে। বাইরের বিভিন্ন হোটেল থেকেও খাবার প্রবেশ হচ্ছে হোটেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মাঠ-কর্মী এবং হোটেলের স্টাফরাও জৈব সুরক্ষা বলয়ে নেই। এমন অবস্থায় করোনা আক্রান্ত হতে পারেন যে কেউই।

আরও পড়ুন : নতুন তথ্য দিলেন নাসির

এমন অবস্থায় শঙ্কার মুখে পড়েছে পিএসএলের এবারের আসর। তবে কী বন্ধ হয়ে যাবে আসরটি?

এ নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে পিসিবির এক কর্মকর্তা জানান, নির্দিষ্ট একটি দলের পাঁচজন খেলোয়াড় যদি করোনা আক্রান্ত হয় তবে ম্যাচ স্থগিত বা আসর বন্ধ হয়ে যাবার অনিশ্চয়তা দেখা দিতে পারে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh