Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২১
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৭

টিকা নিয়ে যা বললেন তামিম ইকবাল (ভিডিও)

tamim iqbal vaccine registration
ছবি- আরটিভি নিউজ

নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে টিকা নিয়েছেন তারা।

তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার টিকা গ্রহণ করেছেন। এর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওয়ানডে দলের অধিনায়ক।

তামিম বলেন, ‘এতসুন্দর করে সরকার করছে তা অ্যাপ্রেশিয়েট করার মতো। আমরা নেতিবাচক বিষয় তুলে ধরি। এই বিষয়টা ইতিবাচক বিষয়গুলো সবার কাছে তুলে ধরা উচিৎ। আমরা জাতীয় দলের খেলোয়াড়রা এসেছি বলে অনেক সহজেই হয়েছে এমন না। আমার পরিবারের অনেকেই টিকা নিয়েছেন। তারাও খুব সহজেই গ্রহণ করেছেন।’

টিকা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘সবার জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা এটার সঙ্গে জড়িত তাদের সবাইকে আমি স্যালুট করি। শুধু আমার পক্ষ থেকে না। যারা আমার পরিবার-বন্ধুদের মধ্যে নিয়েছেন সবাই বলেছে খুব সহজে নেয়া গেছে।’

টিকা গ্রহণের পর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে উল্লেখ করে তামিম বলেন, ‘ভয় ছিল তবে বিষয়টি নিয়ে যদি একটু ঠিক মতো বোঝানো হয় তাহলে বুঝবেন আমরা সৌভাগ্যবান তাই টিকাটি নিতে পেরেছি। উন্নত দেশগুলোর মধ্যেও এত পরিমাণ টিকা প্রদান করা হচ্ছে না। সেই জায়গায় টিকে প্রয়োগের তালিকায় আমরা ১২ নম্বর দেশ। টিকা পাচ্ছি এই নিয়ে ধন্যবাদ ছাড়া কিছু বলার নেই।’

ওয়াই

RTV Drama
RTVPLUS