• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল নিলামে থাকছে মুশফিকের নামও?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬
Mushfiqur Rahim
মুশফিকুর রহিম || ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি মুশফিকুর রহিম! প্রথম লাইনটি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য অনেক পরিচিত। একবার দুইবার নয়, টানা ১৩ আসরে নিজের নাম যুক্ত করেও দল পাননি মুশফিক। তাই আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি শেষ দিকে নিজের নাম নথিভুক্ত করেছেন অভিজ্ঞ এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

চলতি মাসেই টাইগার তারকার ম্যানেজমেন্ট সংস্থা নিবকো জানিয়েছিল, এবারের আইপিএল নিলামের জন্য মুশফিকুরের নাম পাঠায়নি তারা।

প্রাথমিকভাবে নিজের নাম প্রত্যাহার করায় বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদের নাম ছিল নিলামে। তবে বৃহস্পতিবার বিকালে চেন্নাইয়ে হতে চলা নিলামের আগ মুহূর্তে ক্রিকেটট্রেকার জানিয়েছে, শেষ দিকে এসে নিজের নাম লিখিয়েছেন মুশফিক।

তাদের দাবি ৩৩ বছর বয়সী এই তারকার ভিত্তিমূল্য এক কোটি টাকা। এখন অপেক্ষা করতে ১৪তম বার এসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে নিজেদের করে নিতে আগ্রহ প্রকাশ করে কি না।

বাংলাদেশের জার্সিতে ৮৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকের। ২০ গড়ে রানের সংখ্যা ১ হাজার ২৮২।

স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ২০২ ম্যাচ। ২৮.৯৭ গড়ে রান তুলেছেন ৪ হাজার ২৮৮।

আর আগে বাংলাদেশের হয়ে মোহাম্মদ আশরাফুল, মাশরাফী বিন মোত্তর্জা, আব্দুল রাজ্জাক, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান খেলেছেন এই টুর্নামেন্টে। তামিম ইকবাল দল পেলেও মাঠে নামা হয়নি তার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবের স্বপ্ন বিসর্জন, টিকে রইল কোহলির বেঙ্গালুরু
কোহলির ৮ রানের আক্ষেপের দিনে বেঙ্গালুরুর বিশাল পুঁজি
আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন
হেড-অভিষেক ঝড়ে ৬২ বল বাকি রেখেই জিতলো হায়দরাবাদ
X
Fresh